ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে ফুলতলা থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে। পুলিশ স্বামীসহ ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশসুত্রে জানা যায়, ফুলতলার পিপরাইল গ্রামের মোঃ আবু মুসার কন্যা শাহিনা বেগম (২০) এর সাথে যুগ্নিপাশা গ্রামের লিয়াকত আলীর পুত্র সাগর সরদার (২৪) এর বিয়ে হয়। বিয়ের পর থেকে কিছুদিন সুখে শান্তিতে কাটলেও পরবর্তীতে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করত সাগর। গত ৮ আগস্ট যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনা বেগমকে বেদম মারপিট করে। পরে স্থানীয় কবিরাজ আলাউদ্দিন ওরফে আলার এর শরনাপন্ন হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শাহিনা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু ঘটে। ঐ দিনই লাশের ময়নাতদন্ত শেষে ফুলতলা থানায় ৪ জনকে আসামী করে কন্যার পিতা বাদি হয়ে মামলা (নং-৫) দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামী সাগর সরদার (২৪), রিক্তা খাতুন (২৫), আলাউদ্দিন ওরফে আলা (কবিরাজ) আসামীদের গ্রেফতার করে ।