ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলায় রূপান্তর এর উদ্যোগে সামাজিক সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব নিরসন প্রকল্পের আওতায় এক অবহিতকরণ ও পরামর্শ সভা বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আনোয়ারুল কাদির, ওসি মোঃ মনিরুল ইসলাম, প্রকল্পের টিম ম্যানেজার ডেভিড মোরলে, হেভলেস কর্মকর্তা অলিপ দাস । অসীম আনন্দের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক তাপস কুমার মজুমদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্যা, বকতিয়ার শেখ, সোনালী বেগম, লাভলী বেগম প্রমুখ।