ফুলতলায় রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

প্রকাশঃ ২০২৩-০১-০৮ - ২০:৩৫

বিজ্ঞপ্তি : খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে রবিবার খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের উদ্যোগে গরীব,দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে দামোদর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল।
ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান,দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ শিপলু ভূইয়া,জামিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ফরিদ রানা,ইউএলও মোঃ তরিকুল ইসলাম,আওয়ামীলীগ নেত্রী শিউলী সরোয়ার,জামিল খান,জিয়া হাসান তুহিন,সরদার জাকির হোসেন,আবু তাহের রিপন,জেলা যুর রেড ক্রিসেন্টের উপ-প্রধান সাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে শেখ হারুনুর রশীদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই আতর্ মানবতা সেবায় নিয়োজিত। যে কোন দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে এসে দাঁড়ায় রেড ক্রিসেন্টের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এই কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা অঞ্চলের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। অনুষ্ঠানে দুস্থ ও শীতার্তদের মধ্যে প্রায় ৩শ’ কম্বল বিতরণ করা হয়।