ফুলতলায় লকডাউনে কর্মহীন ও অসহায়দের মাঝে প্রদানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরণ করলেন খুলনা জেলা প্রশাসক

প্রকাশঃ ২০২১-০৫-২৪ - ২১:১৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলা উপজেলায় করোনকালীন লকডাউনে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের জন্য প্রদানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোঃ মারুফুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) রুলী  বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মাহতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ কে এম জিয়া হাসান তুহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, খাদ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৪ ইউনিয়নের মোট ৬শ’ কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, দেড় কেজি সবজি ও ১ কেজি মাছ। এ সময় স্থানীয় সরকার অধিদপ্তর খুলনার পক্ষ থেকে উপজেলার ৪ ইউনিয়নের ৩১ গ্রাম পুলিশকে ১টি করে বাইসাইকেল ও ইউনিফর্ম প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ ফুলতলার গাড়াখোলা মুক্তেশ্বরী এলাকায় ভূমি ও গৃহহীনদের জন্য সরকারের দেয়া নির্মানাধীন গৃহ পরিদর্শন করেন।