ফুলতলা (খুলনা) প্রতিনিধি: চাঁদার দাবিতে ফুলতলা ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার মনিরুল ইসলাম (৫০) কে পিটিয়ে জখম ও তার কাছে থাকা ২৫ হাজার টাকা এবং মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ২ ব্যক্তিকে আসামী করে ফুলতলা থানায় মামলা হয়েছে। আহত মনিরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলতলার ধোপাখোলা গ্রামের মৃতঃ ইদ্রিস আলী সরদারের পুত্র সরদার মনিরুল ইসলাম কর্তৃক থানায় দায়েরকৃত এজহারে (নং-০১, তারিখ-০৩-১২-২০১৭ইং) জানা যায়, একই গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র কিবরিয়া মোল্যা (৩৫) ও আব্দুল জলিল মোল্যার পুত্র রবি মোল্যা (৪২) গত বুধবার সকাল ৯টায় ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে থাকলে হলে ১ লাখ টাকা দিতে হবে বলে হুমকী দেয়। ঐ দিন সকাল সাড়ে ১০টায় স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্যার মটরসাইকেলে জামিরা যাওয়ার পথে ছাতিয়ানী গ্রামের আলাউদ্দিন মোড়লের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা মটরসাইকেলের গতি রোধ এবং লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তার উপর ফেলে দেয়। এ সময় তার পকেটে থাকা ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরব আলী গত রাতে মামলা রেকর্ডের কথা স্বীকার করে বলেন আসামী আটকের চেষ্টা চলছে।