ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ সোমবার দুপুরে ফুলতলা বাজারস্থ প্রেমা গ্রাউন্ড চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ কওছার আলী জমাদ্দার। খুলনা জেলা বিএনপির সদস্য ইঞ্জিঃ মনির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মশিয়ার রহমান বিপ্লব, কামরান হাসান, ইদ্রিস আলী মোল্যা, মোঃ হায়দার ভুইয়া, মোঃ মাসুদ করিম, মোঃ আয়ুব আলী, মোঃ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম জমাদ্দার, কবির জমাদ্দার, রাজা জমাদ্দার, ইকবাল জমাদ্দার, শেখ আবজাল হোসেন, আনিছুর রহমান পলাশ, মোশারফ হোসেন বিপ্লব, ইকবাল খান, ইসমাইল মোল্যা, যুবনেতা রবিউল ইসলাম রবি, শাহীন আজাদ, তুহিন খন্দকার, হুসাইন মোঃ মহাসিন, মোতাহার হোসেন কিরণ, শরিফুল ইসলাম মিকু, মাহমুদ হাসান বাদল, জাহিদুল ইসলাম লাভলু, ইলিয়াজ ভুইয়া, জাকারিয়া হোসেন, হাসান শেখ, সালাহউদ্দিন ফকির, শিমুল হাওলাদার, সিরাজুল ইসলাম গাজী, নাজমুল খান, আঃ রহমান, আলিমুল হোসেন লাভলু, খান জিয়াউর রহমান, আলামিন গাজী, বেগ হাফিজুর রহমান, মোঃ সেলিম হোসেন, জবেদ বেগ, সোহেল বাচ্চু, হামিম জমাদ্দার, সৈকত হাসান, ইনামুল কবির, হিরণ শেখ, শামীম শেখ প্রমুখ। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ মেঝবা উদ্দিন।