তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ “শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে খুলনার ফুলতলা বাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে পালিত হলো শিশু বরণ উৎসব-২০২০। ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল কাশেম, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক শ্রেণির কোমলমতি শিশুদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল, নতুন স্কুল ড্রেস বিতরণ ও মিষ্টি খাইয়ে বরণ করে নেয়া হয়।