ফুলতলায় শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরির ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ ২০২২-০২-২৬ - ১৯:১৮

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরির শীতকালীন দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শনিবার (২৭ ফেব্রয়ারী) সকালে উপজেলা ডাবুর মাঠে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

বিশেষ অতিথি ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুঁইয়া। প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, প্রধান শিক্ষক মহাসিন বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, জাকির হোসেন, সুপার মাওঃ শাহাজাহান হুসাইন, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক রুমা ইয়াসমিন, পবিত্রা হালদার, নৃপেল মন্ডল, জামির হোসেন, মাসুমা সুলতানা, আশরাফ গাজী, আনিছুর রহমান, ইয়াছিন মোল্যা প্রমুখ।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ফিতা কেটে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা দেন। শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্নামেন্টে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় ও গাড়াখোলা দাখিল মাদ্রাসা যৌথভাবে চ্যাম্পিয়ান হয়।