ফুলতল (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখা থেকে ৩ হাজার ৪শ’ ৯ জন কৃষকেরা ২৩ কোটি ৭৪ লাখ ৪২ হাজার টাকা কৃষি ঋণ গ্রহন করেছেন। ওই ঋণে ৫ থেকে ১০ বছরের মধ্যে সুদ হয়েছে ৩০ কোটি ১৪ লাখ ২৪ হাজার টাকা। সুদাসলে দাড়িয়েছে ৫৩ কোটি ৮৮ লক্ষ ৬৬ হাজার টাকা। একদিকে বকেয়া ঋণ আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ মাইকিং ও নোটিশ এমনকি মামলার জন্য লাল চিঠি দিচ্ছে। অপরদিকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারি করোনা ও প্রাকৃতিক দূর্যোগে পড়ে ভুক্তভোগী কৃষকেরা তাদের কৃষি ও মৎস্য, গরু পালনসহ বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়ে পড়েছেন। ফলে মূলধন হারিয়ে সর্বশান্ত কৃষকেরা আসলের দ্বিগুণেরও বেশি অর্পিত সুদ থেকে মুক্তি পেতে বিভিন্ন সময়ে সভা সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন। তারই পরিপ্রেক্ষিতে সম্প্রতি কৃষি ব্যাংক ফুলতলা শাখার ব্যবস্থাপক জি.এম নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋণের আসল এবং সুদের ১০শতাংশ টাকা ২৩ ফেব্রæয়ারির মধ্যে জমা দিয়ে অবশিষ্ট সুদ মওকুফের জন্য পুণঃরায় আবেদন করার জন্য বলা হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ঋণ গ্রহণকারী ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, কৃষক মোঃ আনোয়ার খান, মোঃ হাফিজুর রহমান, আকরাম হোসেন, আজিজুর রহমানসহ ভুক্তভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকেরা ঋণ পরিশোধের জন্য ৬ মাসের সময় দাবি জানানো হয়।