ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সম্ভুনাথ দত্ত ওরফে হারাধন (৭৬) বৃহস্পতিবার রাতে আলকাস্থ নিজ বাড়িতে নাইট্রিক এসিড পানে আত্মহত্যা করেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ব্যবসায়ী হারাধন ঋণের দায়ে জর্জরিত ও পারিবারিক অশান্তিতে হতাশাগ্রস্থ হয়ে বৃহস্পতিবার রাতে আলকাস্থ নিজ বাড়িতে নাইট্রিক এসিড পান করেন। তাকে গুরুতর অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকালে ফুলতলা ক্যাশখোলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ ঘটনায় শুক্রবার সোনাডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।