ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবকলীগ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকাল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয়ে মহাজোট প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের নৌকা প্রতীকের পক্ষে এক কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ইকতিয়ার উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিবলু। মেহেদী আনাম রঞ্জুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা নেতা মোঃ মোতালেব হোসেন, হাজী সাইফুল খান, মোঃ ফেরদাউস হোসেন, আজিম শেখ, রহমতুল্লাহ হোসেন, রাসেল মোড়ল, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, জাহাঙ্গীর সরদার, লিটু মোল্যা, ছাত্রলীগ সভাপতি মঈনুল ইসলাম, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।