ফুলতলায় সড়ক দুর্ঘনায় নিহত সাবেক ৩ আওয়ামীলীগ নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশঃ ২০২২-০৮-২৯ - ২১:৩৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইবাদ আলী আকুঞ্জী, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত ফারাজী ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ইমদাদুল হক বাবুলের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, আওয়ামীলীগ নেতা শেখ রওশন আলী, মোশারফ হোসেন মোড়ল, জেলা যুবলীগের নেতা সরদার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ইসমাইল হোসেন বাবলু, আলী আজম মোহন, ইউপি চেয়্যারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আশারফুল আলম কচি, রবীন বসু, রবিউল ইসলাম মোল্যা, এস কে মিজানুর রহমান, ইকতিয়ার উদ্দিন সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, রেক্সনা আজম প্রমুখ। প্রসঙ্গতঃ ১৯৯৮ সালের ২৯ আগস্ট সড়ক দুর্ঘটনায় এই তিন নেতা মৃত্যুবরণ করেন।