ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার বেজেরডাঙ্গা এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় সড়ক দূর্ঘটনায় পরিবহনের হেলপার নিহত ও অপর ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৪জনকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, বেজেরডাঙ্গা মুসলিম হোটেলের সামনে পাথর বোঝাই ট্রাক রেখে চালক নাস্তা করছিল। খুলনাগামী ঈগল পরিবহনের বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৭৩৮৪) বিপরীতমুখী অপর একটি বাসকে সাইড করতে গেলে থেমে থাকা ট্রাকের পিছনে থাক্কা খেয়ে পরিবহন বাসের সামনের বাম পাশর্^ দুমড়ে মুচড়ে যায়। এ সময় হেলপার ফুলতলার যুগ্নিপাশা গ্রামের শফিউদ্দিন কাজী পুত্র বাবু কাজী (৩২) ঘটনাস্থলে নিহত এবং অন্ততঃ ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মাগুরার আড়পাড়ার রাজন (৩২), তার স্ত্রী রুমা (২৫), ফুলতলার যুগ্নিপাশা গ্রামের নাইম (২৫) কে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বেঙ্গল গ্রুপের কর্মচারী জাহিদ (২৫)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দূর্ঘটনার পরপরই সড়করে উপর অবৈধভাবে পার্কিং করে রাখা ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।