ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনার ফুলতলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ৪ দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় মুদি পোট্রি সড়কের সুমন্ত কুন্ডু’র গোডাউনে ১১৭ ড্রাম সয়াবিন তেল মজুত রাখায় ৫০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে বিপ্রদাস কুন্ডুকে ১০ হাজার টাকা, গোপাল চন্দ্র কুন্ডুকে ১০ হাজার এবং মধুসূধন কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু ও সহসভাপতি এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।