ফুলতলায় হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, আটক নেই

প্রকাশঃ ২০২৩-০২-০১ - ১৩:০৯

ফুলতলা প্রতিনিধি : ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা রজু হয়েছে। তবে মামলাটি জেলা গোয়েন্দো (ডিবি) পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। অপরদিকে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে গতকাল মঙ্গলবার বিকালে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও মামলার এজাহারসুত্রে জানা যায়, গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্যা সাথে কথা বললে তিনি জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

গুলিতে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে গতকাল দুপুরে ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় নিহতের আত্মীয়-স্বজন ও সন্তানদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বাদ আছর আলকা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮ টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দুর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় তার গায়ে গুলি লাগলে দোকানের মধ্যে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলে সেখানে গিয়ে দুর্বৃত্তরা খুব নিকট থেকে মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় পায়ে গুলি লেগে আহত হন স্কুল শিক্ষক শীতল কান্তি মন্ডল।