ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৬টায় ফুলতলা বাসষ্টান্ড চৌরঙ্গীমোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১শ’ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতা হলো কিশোরগঞ্জ জেলার আলমপুর থানার মোঃ রফিক (৩০) ও তার স্ত্রী শিউলী বেগম (২৭), কক্সবাজারের টেকনাফ থানার নূর আহম্মেদের পুত্র নুরুল আলম (৩২) ও শরিয়তপুরের সখিপুর উপজেলার মৃত: খোকা মোল্যার পুত্র মিন্টু মোল্যা (৩১)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশে মাদক বিরোধী অভিযান শুরু করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাসে এক মহিলা সহ ৪ মাদক ব্যবসায়ী ইয়াবার একটি চালান ফুলতলায় সরবরাহ করবে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ভোরে ফুলতলা বাসষ্টান্ড এলাকায় ওৎ পেতে থাকে। সকাল সাড়ে ৬টায় মহিলাসহ ৪ ব্যক্তি পরিবহন থেকে নেমে মোবাইলে কথা বলতে থাকলে গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক এবং তল্লাসি চালায়। এ সময় তল্লাসিকালে তাদের কাছ থেকে ৩ হাজার ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় পুলিশের পরিদর্শক সেখ কনি মিয়া বাদি হয়ে মাদক আইনে মামলা (নং-১৪, তারিখ-২৭/০৭/২০১৮) দায়ের করেন।