ফুলতলায় ৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যানের অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ ২০২১-০৯-১০ - ১৯:২৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেছেন, হাজার বছর ধরে বাংলাদেশে মুসলমান হিন্দুসহ বিভিন্ন ধর্মালম্বী মানুষ পাশাপাশি বসবাস করে আসছে। এটা বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতি। এটাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে ফুলতলার পায়গ্রামকসবা এলাকার বিভিন্ন মসজিদ ও মন্দিরের কমিটির নেতৃবৃন্দের কাছে অনুদানের চেক হস্তান্তর কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. কাজী তারিক হাসান মিন্টু, কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহাসীন রেজা, বিকাশ চন্দ্র রায়, শেখ মাসুদ পারভেজ, কাজী হামিম বাবু, কাজী মঈফুল ইসলাম, কাজী জহির রায়হান,শফিকুল ইসলাম পিন্টু, শেখ আসলাম হোসেন, এস কে সাজ্জাদ, মোঃ বাবু, বিপ্লব কুমার সরকার প্রমুখ। পরে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ হযরত পীর খাঁনজাহানআলী জামে মসজিদ, খানজাহানপুর প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ, পায়গ্রামকসবা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ ও উত্তরডিহি হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে ৫ লাখ ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন।