ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় ঝংকার সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ৫দিন ব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় স্থানীয় একটি হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ইউএনও আহমেদ জিয়াউর রহমান। সংঘের সভাপতি মোঃ এমরান হোসেন মোল্যার সভাপতিত্বে কর্মশালার প্রশিক্ষক ছিলেন ভারতের নৃত্য গুরু প্রসূন বন্দোপ্যাধ্যায়। স্বাগত বক্তৃতা করেন সংঘের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন শিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, প্রভাষক তাপস কুমার মজুমদার, নারী উদ্যক্তা কোহিনুর জাহান, কামরুল হাসান নাঈম প্রমুখ।