ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ থানা পুলিশ দুটিতে সাজাসহ ৫ মামলার আসামী সাইফুদ্দিন গাজী (৪০) কে আটক করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করে। তিনি ফুলতলার বেগুনবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার গাজীর পুত্র ও এবি পার্টির যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
ওসি মাহাতাব উদ্দিন জানান, আটককৃত সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে দুটি মামলার রায়ে তার সাজা হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরের কোটা পায়রা গ্রামের আব্দুল আওয়ালের বাড়ি থেকে তাকে আটক করা হয।