বিশেষ প্রতিনিধি খুলনাঃ ফুলতলা উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিল্পপতি মোঃ হুমায়ুন আহমেদ ভুইয়া, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু। শিক্ষক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মারুফা সুলতানা, দীপজয় কুমার, বিকু ভুইয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।