ফুলতলা উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রকাশঃ ২০২০-০৩-০৪ - ২১:৪০

ফুলতলা অফিসঃ ফুলতলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ২ মার্চ সংগঠনের খুলনায় মহানগর ও জেলা আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে ডুমুরিয়া উপজেলার প্রথম যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার হোসেনের উপর চিহ্নিত উশৃংঙ্খল সন্ত্রাসী কর্তৃক হামলায় তিনি গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গতঃ চিহ্নিত ঐ সন্ত্রাসী কর্তৃক ইতিপূর্বেও দাকোপ থানার আব্দুল মান্নানসহ অনেক নেতৃবৃন্দ শারীরিকভাবে লাঞ্চিত হন। সংগঠনের কর্মসূচিতে যোগ দিতে আসা নেতৃবৃন্দ দলীয় চিহ্নিত উশৃংঙ্খল সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়া দুর্ভাগ্যজনক উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, যুগ্ন আহবায়ক যথাক্রমে সেলিম সরদার, শেখ আবুল বাশার, মনির হাসান টিটো, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন বাবু, ওহিদুজ্জামান মোল্যা নান্না, শেখ লুৎফর রহমান, শেখ আঃ সালাম, সরদার তাহেরুল ইসলাম, বিএনপি নেতা এস এ রহমান বাবুল, আহসানুল হক লড্ডন, শেখ নওশাদ হোসেন লালু, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক, সৈয়দ ফজলুল আলম সেলিম, শফিক আহমেদ মেঝবা প্রমুখ।