ফুলতলা উপজেলা ভূমি অফিস প্রসেস সার্ভার মুক্তি আজাদকে শোকজ

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১২:৩০

ইউনিক ডেস্ক : অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের জন্য ফুলতলা উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার মুক্তি আজাদকে শোকজ করেছেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

গত ২৮ ডিসেম্বর রেভিনিউ ডেপুটি কালেক্টর খুলনার স্বাক্ষরিত ১২০৮/১(৪) নং স্মারক সূত্রে জানা যায়, ১নং খতিয়ানের (সরকারি জমি) নামজারি করার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করেন মুক্তি আজাদ। যা সরকারী কর্মচারির উপর অর্পিত কর্তব্যর চরম অবহেলা এবং অসাদচারণের শামিল। ওই চিঠিতে আরও উল্লেখ হয়, ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে প্রসেস সার্ভার মুক্তি আজাদকে।

তথ্যমতে, দীর্ঘ দিন যাবৎ সাবেক সার্ভেয়ার মিজান ও মুক্তি আজাদ যোগসাজস করে ফুলতলা উপজেলা ভূমি অফিসে নানা অনিয়ম করে আসছিল। বিষয়টি নিয়ে প্রথমে সার্ভেয়ার মিজানকে কর্তৃপক্ষ শাস্তিমূলক বদলি করেন মেহেরপুর গাংনি উপজেলায়। পরবর্তীতে মুক্তি আজাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যেগ নেন কর্তৃপক্ষ। তবে রহস্যজনক কারণে মুক্তি আজাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে খুলনার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসককে অবগত করলে তিনি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

মুক্তি আজাদ জানান, এ বিষয় আমি কোন মন্তব্য করব না, আমার কর্তৃপক্ষের সাথে কথা বলেন। কতৃপক্ষর অনুমতি ছাড়া কোন কথা বলতে চাই না।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এ বিষয়ে বলেন, কোন ভূমি অফিসেই অনিয়ম থাকবে না।  সেবা প্রত্যাশীরা সহজেই তাদের  সেবা পাবেন।