ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা এম এম কলেজে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের স্মৃতি রক্ষার্থে কলেজ চত্বরে বৃহস্পতিবার দুপুরে স্মৃতি স্তম্ভের নির্মান কাজের উদ্বোধন করা হয়। কলেজ অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে নির্মান কাজের উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য বিএমএ সালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের পিতা সৈয়দ আবু তাহের, দাতা সদস্য মোঃ সেলিম আহমেদ মহলদার, শেখ আঃ রব, মহিউদ্দিন শিপন প্রমুখ।