ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ভ্রাম্যমান আদালত সোমবার সকালে খুলনার ফুলতলা ও বেজেরডাঙ্গা এলাকার ৪টি হোটেল ও মিষ্টির দোকানে নোংরা ও দুর্গন্ধ পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে ১৫হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। ফুলতলার চৌরাস্তা এলাকায় নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা না রেখে হোটেলের নোংরা পানি, খাবারের উচ্ছিষ্ট অংশ ও বর্জ্য সরাসরি চলাচলের রাস্তায় নামিয়ে দেয়ায় খাজানা হোটেল মালিক কুতুব উদ্দিনকে ও আনন্দ হোটেল মালিক নিরাপদ করকে ৫ হাজার টাকা করে জরিমানা ধার্য ও আদায় করা হয়। আগামী ৭দিনের মধ্যে নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা ও হোটেলের পরিবেশ উন্নত করার নির্দেশ দেয়া হয়। এদিকে পঁচা, বাশি ও ভেজাল উপকরণে মিষ্টি তৈরীর অভিযোগে বেজেরডাঙ্গা নিউ দত্ত মিষ্টান্ন ভান্ডরের মালিক মানিক দত্তকে ৩ হাজার এবং ভাই ভাই হোটেল মালিক পলাশ কুমার মালাকারকে ২হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এসিল্যান্ড নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন এসআই মোঃ আসাদুজ্জামান ও সেনেটারী ইন্সপেক্টর দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।