ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী কার্ত্তিক চন্দ্র দাস (৬৫) সোমবার দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ফুলতলা বাজারস্থ মৃতঃ সতীশ চন্দ্র দাসের পুত্র। পারিবারিক সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার দুপুরের দিকে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে দ্রæত তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। সন্ধ্যায় ফুলতলা ক্যাশখোলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কার্ত্তিক চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, সহসভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, যুগ্ন সাধারণ সম্পাদক এস কে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, দপ্তর সম্পাদক শেখ মাসুম হোসেন, ক্রীড়া সম্পাদক তারেক হাসান নাইচসহ সোসাইটির কর্মকর্তাবৃন্দ।