ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় শিকিরহাট সড়কের ড্রেন নির্মান ও উত্তর বাজারের সড়ক উন্নয়নের কাজ অসমাপ্ত রেখে কাজ বন্ধের প্রতিবাদে রোববার বেলা ১১টায় এলাকাবাসি ফুলতলা বাজারে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বাজারের নবনির্বাচিত সভাপতি ফিরোজ জমাদ্দার, উপজেলা প্রকৌশলী শেখ শামসুল আলম, মোঃ আসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে অসম্পূর্ণ কাজ পুণঃরায় শুরু করার আশ্বাসে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। উপজেলা প্রকৌশলী শেখ শামসুল আলম বলেন, ২২ ভাগ লেসে ঢালি কন্সট্রাকশন নামে একটা ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৬ কোটি টাকায় ফুলতলা বাজার, পথের বাজার ও তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজার উন্নয়নের কাজ গ্রহণ করে। তবে নির্ধারিত সময় শেষ হওয়া এবং পথের বাজার ও কাটেঙ্গা বাজারে উন্নয়ন কাজের জায়গা না থাকায় প্রায় ৪৫ লাখ টাকা থেকে যায়। তবে এলাকাবাসির দাবি অনুযায়ী বাজার উন্নয়নের স্বার্থে ফুলতলা টেলিফোন এক্সচেঞ্জ থেকে রি-ইউনিয়ন স্কুল হয়ে নদীর ঘাট পর্যন্ত ড্রেন, জামরুলতলা থেকে টেলিফোন এক্সেচেঞ্জ পর্যন্ত সড়ক সংস্কার এবং উত্তর বাজারের কিছু উন্নয়নের বিষয় চুড়ান্ত করা হয়। তবে ঠিকাদার প্রতিষ্ঠান লোকসানের আশংকায় কাজ বন্ধ করে পর্যায়ক্রমে তাদের মালামালসহ লোকেরা পালিয়ে যেতে থাকে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হানিফ মোহাম্মাদ ভুইয়া লাকি, আজিজুল হক ফারাজি, মাসুম শেখ, মোতাহার হোসেন কিরণ, ফারুক মোল্যা, শাহীনুর খন্দকার, সিদ্দিকুর রহমান, আঃ কাদের, মাহফুজুর রহমান, আবিদ হাসান, হেমায়েত হোসেন লিপু, হাবীব মোল্যা, রমজান মাহমুদ অরণ্য, মনির হোসেন, সোহেল রানা বাবু, বারেক হাওলাদার, বিল্লাল মোল্যা, তপন কুন্ডু, মাসুদ তরফদার প্রমুখ।