তাপস কুমার বিশাস : গত তিনদিনের টানা বর্ষনে উপজেলার ফুলতলার প্রাণকেন্দ্রের জনগুরুত্ব এলাকা বাসষ্টান্ড, স্বাধীনতা চত্ত্বর, মিছরী দেওয়ান শাহ, উপজেলা সড়ক পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অতি বৃষ্টিতে পানি জমে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের জমি তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসপাড়ার কর্মচারী, ব্যবসায়ীমহল ও মসজিদগামী মুসল্লিদের জনদূঃর্ভোগে পোহাতে হচ্ছে।
গত তিনদিনের অবিরাম বর্ষনে ফুলতলা বাজারের অধিকাংশ জায়গায় পানিতে সয়লাব। বাজারের চৌরঙ্গী মোড়, বাসষ্টান্ড, স্বাধীনতা চত্ত্বর, মিসরী দেওয়ান শাহ সড়ক, উপজেলা সড়ক, মহাসড়কের বাইপাস সড়কসহ অধিকাংশ রাস্তার বিভিন্ন অংশ তলিয়ে যায়। এ অবস্থায় যানবহন দূর্ঘটনার শিকার এবং বাসষ্টান্ডে অপেক্ষারত যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ও আধা ভেজা হয়ে দূরপাল্লার গাড়িতে উঠে। স্কুল কলেজগামী শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের রাস্তার ময়লা ও দূর্গন্ধযুক্ত পানিতে ভিজে প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। ফুটপাত ও টবাজারের ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ । এদিকে উপজেলার অধিকাংশ গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় এলাকাবাসীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদের সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি গবাদি পশু, হাস-মুরগি ও পোল্ট্রি খামারীদের দূর্ভোগের সীমা নেই। বিলডাকাতিয়াস্থ মৎস্য ঘের রয়েছে ঝুঁকির মুখে। পরিকল্পনা মাফিক ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পানিবদ্ধতা সৃষ্টির মুল কারণ। এদিকে শনিবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুইয়া শিপলু ও বণিক নেতা মাহাবুব আলম মিঠু নেতৃত্বে ব্যবসায়ীসহ এলাকাবাসী মিছরী দেওয়ান শাহ সড়ক সংলগ্ন কালভার্ট ও ড্রেনের মুখে জমে থাকা ময়লা ও আবর্জনা পরিস্কার মাধ্যমে ঐ এলাকার পানি নিষ্কাষনের ব্যবস্থা করা হয়।