ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালি মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। এ সময় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, অজয় নন্দী, ব্যবসায়ী রমেশ কুন্ডু, সদানন্দ স্বর, মন্দিরের সভাপতি পলাশ অধিকারী, রনজিৎ কুমার বোস, শিব দাস, রাজ কুমার বিশ্বাস লিটু, আপন রায়, জয়দেব দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।