ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলার মাধ্যমিক স্তুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু। আমন্ত্রিত অতিথি ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। শিক্ষক সন্দিপন কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা হেদায়েত হোসেন লিটু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিক্তা বেগম, সাবেক পরিচালনা কমিটির সদস্য শেখ আবু দাউদ, খান রেজোয়ান আহমেদ শাহীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক খুকু কুন্ডু, নাজমা বেগম, নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, শ্যামলী দত্ত, আবু জাফর, রিপন বৈরাগী, কনক কুমার বিশ্বাস, মৌসুমী বসু প্রমুখ। এ দিকে গাড়াখোল্ ামাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুরুপ আলোচনা সভায় বক্তৃতা করেন পরিচালনা কমিটির সদস্য মোঃ আজহার আলী মোড়ল, ইদ্রিস আলী মোল্যা, সালমা বেগম, শিক্ষক কায়েদে আজম বিশ্বাস, আজাদ হোসেন গাজী, নীলরতন মন্ডল, অনুপ বিশ্বাস প্রমুখ। এ ছাড়া আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসেন, শিক্ষক বিভাষ বিশ্বাস, আলতাফ হোসেন, মাওঃ জহিরুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।