ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ শতাব্দী বিজয়ী ফুলতলা রি- ইউনিয়ন স্কুল এন্ড কলেজ জাতীয়করণরে দাবিতে সোমবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় ঘন্টাব্যাপী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, আওয়ামীলীগ নেতা সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান, ড. জাকির হোসেন, পরিচালনা কমিটির সদস্য মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি সদস্য আলমগীর মোল্যা, জাহাঙ্গীর হোসেন মোড়ল, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, খুকু কুন্ডু, শফিউল্লাহ হাজেরী, খান ইমরান আহম্মেদ, নাজমা সুলতানা প্রমুখ। পরে খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ১২২ বছরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি ৫.৬১ একর জমিতে সীমানা প্রাচীর, বিশাল খেলার মাঠ, প্রয়োজনীয় অবকাঠামো ও দেড় সহস্রাধিক শিক্ষার্থীদের এ বিদ্যাপীঠটি জাতীয়করণের দাবি জানানো হয়।