খুলনা : খুলনা মহানগরীর ফুলবাড়িগেটে মেলায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত ও র্যাব-৬ সদস্যরা। এসময় জুয়া ও অবৈধ লটারীর চালানোর অভিযোগে ১৫ জনকে আটক করেছেন তারা। রাত ১০টার পর এই অভিযান চলে। খুলনা জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন অভিযানের নেতৃত্ব দেন। এসময় কতিপয় জুয়ারিদের আটক করা গেলেও মেলার মূল পরিচালনাকারী তথা মালিক পালিয়ে যেতে সক্ষম হয় বলে সূত্র নিশ্চিত করেছে।
র্যাব-৬এর একটি বিশেষ টিম গত মঙ্গলবার রাতে অভিযান শুরু করে। প্রায় তিন ঘন্টার এ অভিযান শেষে জুয়ার সাথে জড়িত ১৫ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত। ধৃত বাকী পাঁচ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেয়া হয়।দন্ডপ্রাপ্তরা হলেন, একলাছ ব্যাপরী (৪০), মোঃ হাসান(২১), শিপন শেখ(২১), রাজিব (২৬), মোঃ শাহজালাল(৩০), মোঃ বিল্লাল (৪০), মিল্টন(৩৫), সাহেব আলী(৪৫), মাসুম সরদার(৩০), সবুজ (২৮), খোকন মুন্সি (৩৮), মোঃ কামরুল (৫০), পরিমল কুমার (৪৬), জাহাঙ্গীর (৩২) ও মোঃ বাবু (১৯)।
র্যাব-৬এর স্পেশাল কোম্পানী কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, কয়েকদিন ধরে মেলার মাঠে গোয়েন্দা নজরদারি ছিলো। মঙ্গলবার রাতে অভিযানে ২০জনকে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে যাচাই-বাছাই শেষে পাঁচ জনকে ছেড়ে দেয়া হয়। অভিযানের সময় ৮টি জুয়ার বোর্ডের মালামাল ও নগদ ১২হাজার ৩শ’ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতর বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা হয়েছে।