মোঃ মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর) : সারাদেশের ন্যায় দিনাজপুর ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী পৌরসভা চত্ত্বরে শুন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
এ সময় উপস্থিত ছিলেন টিকাদান সুপার ভাইজার সোহরাব আলী হিরা,পৌর সেনেটারী ইন্সেপেক্টার মোঃ মুরাদ হোসেন সরকার,হেল্থ ভিজিটর মোছাঃ কমিনুর বেগম,হেল্থ ভিজিটর মোছাঃ লায়লা পারভিনসহ পদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পৌর এলাকায় ২৪ কেন্দ্রে ৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ৭টি ইউনিয়ানে ১১৭৬টি কেন্দ্রে মোট ১২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।