মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ীতে ট্রাক্টরের সাথে মটরসাইকেলের মুূখমূখী সংঘর্ষে এক কাঁচামাল ব্যবাসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় পৌর এলাকার বাস্ট্যান্ড প্রিয়মটরসের সামনে দিনাজপুরগামী ধান বোঝাই ট্রাক্টরের সাথে বারাইটহাট থেকে আসা মটরসাইকেলের সাথে মুূখ-মূখী সংঘর্ষে হয় এতে ঘটনাস্থলে এক কাঁচামাল ব্যবাসায়ী নিহত হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার শিবনগর ইউনিয়ানের শমসেরনগর চোকারহাট গ্রামের আব্দুর রশিদ এর ছেলে নবিউল ইসলাম(৩০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব সত্যতা স্বিকার করে জানান, দূর্ঘটনার পর ট্রাক্টর দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি তবে একটি ইউডি মামলা করা হয়েছে।