ফের ভোলার মনপুরায় এক জেলে অপহরণ ।। মুক্তিপণ দাবী

প্রকাশঃ ২০১৭-০৭-০৫ - ২২:২৯

এম শরীফ আহমেদ, ভোলাঃ  ভোলার মনপুরার মেঘনায় ফের দুই ট্রলারে হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। হাতিয়ার জলদস্যুরা অপহরন করে জাগলার চরের আস্তানায় নিয়ে গেছে বলে জানিয়েছে আড়ৎদাররা। অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবী করেছে জলদস্যু কৃষ্ণা ও বাবু বাহিনী। বুধবার ভোর রাত ৪ টায় বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে। অপহরণকৃত জেলে হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের বাসিন্দা আরিফ মাঝি। জেলে ও আড়ৎদার সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় মাছ ধরা অবস্থায় জলদস্যু কৃষ্ণা ও বাবু গ্রুপ আরিফ মাঝি ও বাকের মাঝির জেলে ট্রলারে হামলা চালায় ও জেলেদের বেদড়ক মারধর করে। পরে তারা (জলদস্যুরা) বাকের মাঝিকে ছেড়ে দেয় কিন্তু আরিফ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের মোবাইল ফোন থেকে (০১৮৩২৬৭৭৯৬৭, ০১৭৪৯০৭৬২৭৪) মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবী করেছে। তবে জলদস্যুদের সাথে আড়ৎদারদের মুক্তিপণের টাকা নিয়ে দরকষাকষি চলছে। এদিকে একাধিক জেলে (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, জলদস্যু কৃষ্ণা ও বাবু বাহিনী হাতিয়া কোস্টগার্ড সংলগ্ন জাগলার চরে আস্তানা করে জেলে ট্রলারে হামলা চালায়। এরা জেলেদের টোকেন করার জন্য হুমকি-ধামকী দিয়ে আসছে। টোকেন না নিলে মেঘনায় মাছ শিকার করতে দেয়া হবে না। এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, ঘটনাটি আড়ৎদারদের কাছ থেকে শুনেছি। অপহরণকৃত জেলেকে উদ্ধারে ব্যবস্থা নিচ্ছি।হাতিয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মুঠোফোনে (০১৭৬৬৬৯০৬৭০) জানান, ঘটনাটি এই মাত্র শুনেছি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।