ফ্যাসিষ্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দাড়প্রান্তে পৌছে দিয়েছে -শিক্ষা বোর্ড পরিদর্শক

প্রকাশঃ ২০২৪-১২-৩১ - ১৯:২৩

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিস// যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি আন্তরিক হতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে জন্য শিক্ষক ও অভিভাবদের শতর্ক থাকতে হবে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিষ্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দাড়প্রান্তে পৌছে দিয়েছে। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মান সম্মত করে গড়ে তুলতে নতুন কারিকুলামকে ঢেলে সাজাতে হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ফুলতলার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরিক্ষা) ড. এ এস এম রফিকুল ইসলাম, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক এস এম এ হালিম। শিক্ষক সেলিম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ আবু দাউস, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, সদস্য সচিব মনির হাসান টিটো, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনির খাতুন, ইউপি সদস্য শামীম সরদার, সাবেক সদস্য সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, আকতার সরদার প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথির বিদ্যালয়ের নব নির্মিত আবু সাঈদ বাদল ভবনের উদ্ধোধন করেন।