বঙ্গবন্ধুর আদর্শকে শেখ রাসেলের মাধ্যমে শিশু-কিশোরের মাঝে ছড়িয়ে দিতে হবে : সিটি মেয়র

প্রকাশঃ ২০২৩-০২-২১ - ১৩:৩২

ইউনিক ডেস্ক : সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়াকে প্রাধান্য দিয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে শেখ রাসেলের মাধ্যমে শিশু কিশোরের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেজন্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গড়ে তুলতে হবে। সোমবার বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি এস এম নূর হাসান জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ মাইনুল হাসান রনি, মো: বায়তুল ইসলাম মো: রামিজ রেজা এনামুল বিশ্বাস, কামরুল গাজী, শাহ আরাফাত রাহীব, কাজী আব্দুল্লাহ শাকিল মো: রুবেল, শফিকুল ইসলাম, ইসহাক হোসেন ইমু, এইচএম এনামুল হক তাপু, মো: মেহেদী হাসান, মো: মাহফুজুল আলম সুমন, মো: মইনুল হোসেন মৃদুল, অমিত বালা, এস এম আমিনুল ইসলাম, রোকনুজ্জামান, মো: আবু সুফিয়ান, ঈতিশা মন্ডল, কামরুল হুদা, আফরোজা শিলা, কৌশিক মাহমুদ সিজান, শেখ রিহাব উদ্দিন আহমেদ সোহাগ, মো: সাইফুল হক, মো: ইয়াাসিন মল্লিক, শাহরিয়ার রহমান আকাশ, এস এম রাসেল হাসান, মো: রাহুল ইসলাম স্বাধীন, তানভীর হোসেন, মো: শাকিব।