বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) এ.এইচ.এম মানজুর মোরশেদ।
এসময় তিনি বলেন- ‘নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, তার জন্য অভিভাবকদের ভূমিকা পালন করার অপরিহার্য।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এস.এম. মনিরুল ইসলাম, আইন বিভাগের কো-অডিনেটর রাজীব হাসনাত শাকিল, আর্কিটেকচার বিভাগের প্রভাষক সরদার শাকিল আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী’র সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।