ডেস্ক রিপোর্টঃ শুক্রবার ২৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় দাকোপ উপজেলার লাউডোব খুটাখালী বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সাগর চন্দ্র বাছাড় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আাওয়ামী লীগের সদস্য, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসিত বরণ সাহা, আ’লীগ নেতা এ্যাড: জি এম কামরুজ্জামান, দাকোপ উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক শেখ যুবরাজ, বানিশান্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুধাংশু বৈদ্য, দাকোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, কামারখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমরেশ রায়, বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন।
লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহার মণ্ডল এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আধ্যাপক ধ্রুব শংকর রায়, দাকোপ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেব্রত সরকার, ইউপি সদস্য মলিনা যোয়াদ্দার, সিন্ধু রায়, আা’লীগ নেতা অমরেশ মৃধা, সমরেশ মণ্ডল, শিবেন্দ্র রায় প্রমূখ।
সভায় ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার শান্তি ও ৭৫ এর ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রদানের জন্য আাওয়ামী লীগের নীতি নির্ধারণকারী নেতৃবৃন্দের অনুরোধ জানান।