বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুলতলায় প্রশাসনের মৌন কর্মসূচি পালিত

প্রকাশঃ ২০২০-১২-১২ - ১৮:১৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মৌন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলী বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বিআরডিবি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, মাধ্যকি শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।