বঙ্গবন্ধুর সমাধিতে রূপসার ইউনিয়ন যুবলীগের শ্রদ্ধা

প্রকাশঃ ২০২৩-০১-১৪ - ১৪:৪০

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে শুক্রবার বেলা সাড়ে ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নৈহাটী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল। নৈহাটী যুবলীগের নব-গঠিত কমিটির সভাপতি মো: তারেক আজিজ, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম (শাওন)। জেলা যুবলীগের সদস্য সৈয়দ নাসির হোসেন সজল, ইউপি সদস্য মো: কামরুজ্জামান সোহেল, আশিষ কুমার রায়, মো: বাদশা মিয়া, মো: করিম শেখ, মো: হায়দার আলী, মো: ওলিয়ার রহমান, মো: রবিউল ইসলাম, ওয়াসকুরুনি বাবু, মো: আশিক ইকবাল, মো: জাহিদ শেখ, মো: ইমু মোল্লা, মোল্লা মিরাজুল ইসলাম, হানিফুর রহমান হিরন, মো: ফিরোজ শেখ, পারভেজ মোল্লা, এহতেশামুল হক অপু, গিয়াস কামাল প্রমুখ।