আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সাংসদ আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজ আমরা বিজয় দিবস পালন করছি। এই বিজয় দিবসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছাড়া এই দেশেরে স্বাধীনতা ঘোষণার কারো শক্তি ছিল না। তিনি বাঙ্গালী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লোভ-লালসার উর্ধে থেকে কাজ করছেন। যার কারণেই তার পক্ষে সম্ভব হয়েছে এই দেশকে মানুষের জন্য উপহার দেয়া। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে দেশ, জাতি ও সমাজের উপর। তাই সবাই যে যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করবো এবং সুনাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবো। রবিবার দুপুর সাড়ে ১২টায় চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এস,বি,এ,সি ব্যাংক লি: এর পক্ষ থেকে বৃত্তি প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষা বৃত্তি প্রদাণ, শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং কর্ম দক্ষতা অর্জনে প্রশিক্ষণসহ নানা ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর উদ্দেশ্যে একটাই জাতিতে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। তাই শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদেরও শ্রেণী কক্ষে আন্তরিক মনভাব নিয়ে প্রতিযোগীতামুলক পাঠদান করতে হবে। মেধাবী ও দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীরা যাতে শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে না পড়ে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই মুলত এস,বি,এ,সি ব্যাংক লি: (সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কর্মাস ব্যাংক লি:) এর পক্ষ থেকে মোংলা ও রামপালের সকল মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি বাবদ ২৫ লাখ টাকা প্রদাণ করা হচ্ছে বলেও জানান তিনি। চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো: শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদাণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সাংসদ হাবিবুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, মোংলা সরকারী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, অধ্যক্ষ গোলাম সরোয়ার, আবু সাঈদ শেখ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন ও শেখ আ: রহমান। পরে প্রধান অতিথি জে,এস,সি ও জে,ডি,সি’র ৫১ জনকে ৩ হাজার টাকা করে, এস,এস,সি’র ১২ জনকে ৫ হাজার টাকা করে এবং প্রাইমারীর ৬০জন মেধাবী শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে বৃত্তি প্রদাণ করেন। এর আগে সকালে দিগরাজে এবং বিকেলে চাদপাইয়ে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ করেছেন আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।