ফকিরহাট : বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ষড়যন্ত্রের প্রতিবাদে ফকিরহাটে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পিএফজি এর উপজেলা কো-অর্ডিনেটর খান মাহমুদ আরিফুল হকের পরিচালনায় উক্ত মানবন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি এর এ্যাম্বাসিডর শেখ আ: ছালাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজি ইসমাইল সিদ্দিক খোকন, প্রধান শিক্ষক মল্লিক আ: সাত্তার, ফকির মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শেখ ফারুক হোসেন, সাংবাদিক, মান্না দে, লালন ফকির, শিউলি বেগম সোনিয়া আক্তার কারিমা, সুফিয়া বেগম, বেল্লাল খান, রুমি বেগম, মুনরা বেগম, আ: হামিদ, মিলন, শেখ শামিম প্রমূখ।