বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো এদেশে কোন আশ্রয়হীন, গৃহহীন থাকবে না : জেলা প্রশাসক

প্রকাশঃ ২০২৩-০২-১৬ - ১৮:০৫

রূপসা প্রতিনিধি : খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরেফীন বলেছেন সকলকে এক যোগে মানবতার কল্যানে কাজ করতে হবে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলো এদেশে কোন আশ্রয়হীন, গৃহহীন, বঞ্চিত মানুষ থাকবে না। সে লক্ষে জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের গৃহনির্মান এবং আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নত রাষ্ট্র হিসাবে মাথা উচু করে দাড়িয়েছে। দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে সকলে মিলে দূর্নীতি রুখতে হবে। তাছাড়া সোনার বাংলা গড়তে হলে সর্বপ্রথম শেখ হাসিনা সরকারের সকল পর্যায়ের অফিসারকে সোনার মানুষ হতে হবে। আমরা জনগণের অতন্ত্র প্রহরী। আমরা জনগণের সেবক, আমরা কেহইম জনগণ বা দেশের মালিক নই, দেশের মালিক জনগণ। এজন্য তাদের জানমালের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। তাহলেই বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। প্রতিষ্ঠিত হবে অসাম্প্রদায়িক চেতনার মৌলিক সফলতা। তিনি গতকাল ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার “আশ্রয়ন প্রকল্প-২” এর ঘর পরিদর্শন ও নতুন ঘর নির্মানের জমি পরিদর্শন শেষে উপজেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুনিম লিংকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিসুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মো: রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। এর পূর্বে তিনি শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।