দাকোপ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দাকোপে আলোচনা সভা, দোয় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির হিসাবে বক্তৃতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হোসেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ মিনাভা রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সানা, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুলসহ বিভিন্ন দপ্তর প্রধান। অনুষ্ঠান শেষে দুস্থ নারীদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”।