বটিয়াঘাটায় মোট করোনায় আক্রান্ত ৮

প্রকাশঃ ২০২০-০৬-১১ - ২১:৩৩

বর্তমান আক্রান্তের সংখ্যা ৮জন।

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা, খুলনাঃ বটিয়াঘাটায় সদর ইউনিয়নের হাটবাটি গ্ৰামে নতুন করে ফখরুল খা (৪৫) নামের এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতিপূর্বে ওর অন্তসত্ত্বা স্ত্রী তাহেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থেকে চিকিৎসাধীন অবস্থায় ছিল । বৃহস্পতিবার দুপুর ১২টায় ফকরুলের বাড়ি সহ আশেপাশের পরিবার গুলোকে লকডাউন করেছে উপজেলা প্রসাশনের পক্ষে সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান । এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তর হয়েছে ৮জন। এর মধ্যে জলমা ইউনিয়নে ৫ জন,সদর ইউনিয়নে ২ জন এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নে ১ জন। এ দিকে জলমা ইউনিয়ন শহরের সাথে সম্পৃক্ততা থাকায় বেশি করোনা ঝুঁকিতে রয়েছে। মে কোন মুহুর্তে মহামারী আকার ধারন করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। বিশেষ করে জলমা ইউনিয়নের ভূমি ব্যবসা ,সাব রেজিস্ট্রি অফিস, ইউনিয়ন ভূমি অফিস সহ নানা কারণে দেশের বিভিন্ন জেলা থেকে বহিরাগত আক্রান্ত রোগীরা জলমা ইউনিয়ন ও উপজেলায় ব্যাপক আকারে ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রসাশন ও থানা পুলিশ নতুন কঠোর ভাবে তৎপর হয়ে উঠেছে।এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসুর কাছে জানতে চাইলে তিনি জানান, সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে দলিল রেজিস্ট্রি করছি। সবমিলিয়ে এ উপজেলা করোনায় কেউ মৃত্যু বরণ না করলেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছি। বাইরে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই উপজেলায় আসছে। সকলে মিলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।