বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ ইউনিয়নের মধ্যে দুটিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে জয়ী হয়েছে । জয়ী প্রার্থীরা হলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি ওবায়দুল্লাহ শেখ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু ৪নং সুরখালী ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি এস কে জাকির হোসেন লিটু, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী প্রার্থী আানারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামিলীগের সম্পাদক বি এম মাসুদ রানা।২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আ’লীগের যুগ্গ- সাধারণ সম্পাদক পল্লব কুমার বিশ্বাস রিটু, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে বিশিষ্ট সমাজ সেবক সাবেক ব্যাংঙ্কার অনুপম মন্ডল। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে দু-একটি অধর্তব্য অপরাধ ছাড়াই সম্পুর্ন স্বতঃস্পূর্ত ও শাম্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ টি ইউনিয়নের ২৯ টি কেন্দ্রে একযোগে প্রায় ৮২ শতাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত সকল কেন্দ্রের ভোট সংগ্ৰহের কাজ চলছিলো ।