বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সোমবার বেলা ২ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শারদীয়া দুর্গোৎসবের পুণর্মিলনী সভাপতি প্রতাপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল । অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,সাব- রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিফাত হোসেন জয়া,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু,, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাশ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির,নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার,তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদ হোসেন,উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল,সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক এ্যাডভোকেট মোস্তফা বিলাল, সাংবাদিক মোঃ শাওন হাওলাদার, সাংবাদিক সুমন বিশ্বাস,সাংবাদিক জারা আক্তার,কৃষক লীগের উপজেলা সভাপতি গৌর দাস ঢালী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যানের সিএ মোঃ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ মনিরুজ্জামান,ইউএনওর সহকারী সুজন কুমার পাল ও সুজিত কুমার ঘোষ,পিআইওর সহকারী মোঃ নুরুজ্জামান প্রমূখ ।