বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্ৰামের কৃষ্ণ মালাকার (৫৬) নামের এক ব্যক্তি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । সে ওই এলাকার মৃত অশ্বিনী মালাকারের পুত্র । এলাকাবাসী জানায়, মৃত কৃষ্ণের বড় কন্যা কিছু দিন আগে একটি দুধের সন্তান রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । বড় কন্যার মৃতকে মেনে নিতে না পারায় তার পর থেকে কৃষ্ণ মানসিক ভাবে প্রচন্ড ভেঙ্গে পড়ে এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইতিপূর্বে বহুবার আত্মহত্যার চেষ্টা করেন । তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০ টায় নিজ বসতঘরে সিলিং ফ্যান সাথে ছোট মেয়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । পরিবারের লোকজন ঠিক পেয়ে ছুটে এসে বাঁচানোর চেষ্টা করলে ততক্ষণে মৃত্যু বরণ করেন । তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের মাতম শুরু হয়েছে । এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় ইউডি মামলা রুজুর প্রস্তুতি চলছিল ।