বটিয়াঘাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০৯-৩০ - ১৮:০০

বটিয়াঘাটা প্রতিনিধি : ”শেখ হাসিনার বারতা নারী- পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহষ্পতিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্হানীয় অডিটরিয়ামে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। কেএমএসএস’র পিপিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার শামীমা পারভীন’র সঞ্চালনায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়’র স্বাগত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল।বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, দেশ-সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, নারীনেত্রী আশা লতা ঢালী, প্রতিভা বিশ্বাস,গুরুদাসী বৈরাগী,সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমর বৈরাগী ও পরেশ মন্ডলসহ কোমলমতি ছোট- বড় শিশু কন্যারা।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।