বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটা উপজেলার বুকচিরে বয়ে যাওয়া শোলমারী নদী ভরাট হওয়ায় জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। নদীর দুতীরের বাধ ছাপিয়ে পানি গ্রামে এবং বিলে প্রবেশ করছে। সদ্যরোপন আমন ধানের চারা পানিতে ডুবে গেছে। পানি ভিতরে প্রবেশ করতে পারলেও বের হতে পারচে না।
প্রতিদিন জোয়ারের সময় নদী তীরের বাধ উপচে ভিতরে গেলেও পানি উন্নয়ন কর্তৃপক্ষ এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওয়াপদা বাধের উপর ছোট বাধ নির্মাণের চেষ্টা চলছে। গতকালের জোয়ারে শোলমারী নদী তীরে অবস্থিত হোগলবুনিয়া গ্রামে পানি প্রবেশ করে। প্রায় তিনশ’ফুট বেড়ী তলিয়ে যায়।
এলাকা বাসী বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানালে চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর নির্দেশনায় প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস সরে জমিন পরিদর্শন করে রিং ভেড়ী নির্মাণ করার কাজ শুরু করেন। এলাকা বাসী অবিলম্বে ওয়াপদা বাধ আরও উচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
একই ভাবে কাজিবাচা নদীর পানি প্রবেশ করছে বটিয়াঘাটা বাজার, কিসমত ফুলতলা গ্রাম, বুজবুনিয়া, বরণপাড়া, শিয়ালীডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামে।